Site icon Jamuna Television

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি:

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বেলা ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছাবেন তিনি। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে ‘গার্ড অব অনার’ গ্রহণ করবেন রাষ্ট্রপতি। পরদিন মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় কর্মসূচীতে যোগ দেবেন।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় কর্মসূচীতে যোগ দেবেন। পরদিন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

/এএম

Exit mobile version