Site icon Jamuna Television

নির্বাচনে সীমিত পরিসরে ইভিএমের ব্যবহার করতে চায় কমিশন: সিইসি

আগামী সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমের ব্যবহার সম্ভব না হলেও সীমিত পরিসরে তা শুরু করতে চায় কমিশন। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বিকেলে সুনামগঞ্জে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী দেখেন তিনি।

পরে সাংবাদিকদের সিইসি বলেন, ৬৪ জেলায় উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সেখানে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে ইভিএমের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে। তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন করার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

Exit mobile version