Site icon Jamuna Television

দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতার অফিস ভাঙচুর

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ব্যক্তিগত ও রাজনৈতিক অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রোববার দুপুরে থানায় অভিযোগ করেছেন সাদ্দাম হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেন তিনি। তবে নৌকা হেরে যাওয়ার পর থেকে অজ্ঞাতনামা কিছু লোক তাকে হুমকি দিয়ে আসছিল। ফলে নিউ মার্কেট এলাকার একটি ভবনের ৩য় তলায় তার রাজনৈতিক ও ব্যক্তিগত অফিসটি তালাবদ্ধ করে রাখেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অফিসের এসিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

অভিযোগে আরও উল্লেখ করেন, দুর্বৃত্তরা অফিসের ভেতর থেকে নগদ দুই লাখ টাকা, এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল ও বিভিন্ন দেশের প্রায় ২ লাখ টাকার মূদ্রা লুটে নেয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা আছে, তাই তদন্ত করে দুর্বৃত্তদের শণাক্ত ও গ্রেফতারে পদক্ষেপ নেয়া হবে।

এএস/

Exit mobile version