Site icon Jamuna Television

গাজায় বর্বরতার ১শ’ দিন

গাজায় নির্বিচার বর্বরতার ১০০তম দিন আজ। সাম্প্রতিক ইতিহাসে এতো অল্প সময়ে এমন নৃশংসতার সাক্ষী হয়নি কোনো জাতি। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে গাজায় নিহত প্রায় ২৪ হাজার এবং আহত ৬০ হাজারের বেশি।

উপত্যকাজুড়ে ফেলা হয়েছে ৬৫ হাজার টনের বেশি বিস্ফোরক। তেল আবিবের নির্বিচার আগ্রাসনে প্রাণহানি প্রায় ২৪ হাজার। অর্থাৎ, গড়ে প্রতি ১০০ ফিলিস্তিনির একজন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ ৭ হাজারের বেশি ফিলিস্তিনির পরিণতি কী হয়েছে, তা এখনও অজানা। গড়ে প্রতিদিন মৃত্যু হচ্ছে ২ শতাধিক ফিলিস্তিনির। এছাড়া, প্রায় একশ গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন এই দিনগুলোতে।

খাবারের অভাবে মৃত্যুর সাথে লড়ছেন উপত্যকার অন্তত ৮ লাখ বাসিন্দা। ধ্বংস হয়েছে উপত্যকার ৬৫ হাজার ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত আরও প্রায় ৩ লাখ। বাস্তুচ্যুত গাজার ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই। পরিসংখ্যান বলছে, গাজার বর্বরতা ছাড়িয়ে গেছে ইরাক-সিরিয়ার পরিস্থিতিকেও।

/এএম

Exit mobile version