Site icon Jamuna Television

শেষ বলের রোমাঞ্চে জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা

শেষ বলের রোমাঞ্চে জিম্বাবুয়েকে হারিয়েছে শ্রীলঙ্কা। রোববারের (১৪ জানুয়ারি) এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংস প্রায় একাই টেনেছেন সিকান্দার রাজা। ১৯তম ওভারে দুষ্মন্ত চামিরার বলে আউট হওয়ার আগে ৫টি চার ও দুটি ছয়ে ৪২ বলে ৬২ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক। জিম্বাবুয়ের আর কোনো ব্যাটসম্যান রাজার অর্ধেক রানও তুলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার কামুনহুকামুয়ে। সফরকারীরা তোলে ৫ উইকেটে ১৪৩। শ্রীলঙ্কার দুই স্পিনার মাহীশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা কিপ্টে বোলিং করেন। থিকশানা ৪ ওভারে দেন ১৬ রান দিয়ে তুলে নেন ২ উইকেট এবং অধিনায়ক হাসারাঙ্গার ২ উইকেট পেতে খরচ ৪ ওভারে ১৯।

জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার রান দাঁড়ায় ৬ উইকেটে ৮৩। জয়ের জন্য তখন প্রয়োজন ৩০ বলে ৬১ রান। সদ্য অধিনায়কত্ব হারানো শানাকার সঙ্গে মাঠে ম্যাথুস, যিনি টি-টোয়েন্টি খেলতে নেমেছেন প্রায় তিন বছর পর। বিপদের মুহূর্তে দুজনে দারুণ জুটি গড়েন।

শেষ ওভারে মুজারাবানি যখন বল করতে আসেন, শ্রীলঙ্কার দরকার ১৪ রান। এবার প্রথম দুই বল টানা দুই চার মারেন ম্যাথুস। চতুর্থ বলে অবশ্য বাউন্ডারির ভেতরে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। খেলেন ৩৮ বলে ৪৬ রানের ইনিংস। পঞ্চম বলে নতুন ব্যাটসম্যান চামিরা এলোপাতাড়ি ব্যাট ঘোরালে বল উইকেটকিপারের মাথার ওপর দিয়ে গিয়ে বাউন্ডারি পার হয়। শেষ ডেলিভারিতে বল আকাশে উঠলেও ফাঁকায় পড়ায় জয়ের জন্য দরকারি ২ রান পেয়ে যায় শ্রীলঙ্কা। শানাকা অপরাজিত থাকেন ১৮ বলে ২৬ রান করে। শ্রীলঙ্কা জিম্বাবুয়ের রান টপকে যায় ৩ উইকেট হাতে রেখে।

/এএম

Exit mobile version