Site icon Jamuna Television

স্বাধীনতার পর এই প্রথম পূর্ণমন্ত্রী পেল মেহেরপুরবাসী

স্বাধীনতার পর এই প্রথম পূর্ণমন্ত্রী পেল মেহেরপুরবাসী। ১১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

টানা তিন মেয়াদে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। আগের মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তবে এবার পূর্ণমন্ত্রী হিসেবে তাকে পাচ্ছে জেলাবাসী। তার মাধ্যমেই প্রথমবার মতো মন্ত্রিত্বের স্বাদ পাচ্ছেন জেলার মানুষ। তাই নতুন মন্ত্রীকে ঘিরে, চাওয়া-পাওয়ার তালিকাও দীর্ঘ।

প্রথম মন্ত্রীর কাছে প্রত্যাশাটা আকাশচুম্বী। চলমান প্রকল্পগুলোর শেষ করার পাশাপাশি শিক্ষা ও শিল্পখাতে বৈপ্লবিক পরিবর্তন দেখতে চায় এ অঞ্চলের মানুষ।

এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরহাদ হোসেন।

এটিএম/

Exit mobile version