Site icon Jamuna Television

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

রোববার (১৪ জানুয়ারি) উত্তর ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তারা। কিন্তু মাঝপথে নৌকা ডুবে গেলে প্রাণ হারান ওই অভিবাসনপ্রত্যাশীরা।

এক বিবৃতিতে জানানো হয়, একদল অবৈধ অভিবাসনপ্রত্যাশী ফ্রান্সের উপকূলীয় শহর উইমেরু থেকে ছোট নৌকায় করে ব্রিটেনগামী একটি জাহাজে পৌঁছানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। উদ্ধার করা বাকি অভিবাসনপ্রত্যাশীদের ফ্রান্সের ক্যালে দ্বীপে রাখা হয়েছে।

এটিএম/

Exit mobile version