Site icon Jamuna Television

এবার মার্কিন যুদ্ধ জাহাজে হুতিদের হামলা

লোহিত সাগরে এবার মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সাথে সাথেই ডেস্ট্রয়ারটি থেকে পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয় মিসাইলগুলো।

রোববার (১৪ জানুয়ারি) রাতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছোড়ে ইয়েমেনের বিদ্রোহীরা।

মার্কিন সেন্ট্রেল কমান্ড জানায় ইয়েমেনের ভূখণ্ড থেকে ছোড়া হয় এসব ক্ষেপণাস্ত্র। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে মার্কিন অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো হামলা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালো হুতি বিদ্রোহীরা।

এটিএম/

Exit mobile version