Site icon Jamuna Television

রোমাকে হারিয়ে য়্যুভেন্তাসের সাথে ব্যবধান কমালো মিলান

এফসি রোমার বিরুদ্ধে ৩-১ গোলের জয় পেয়েছে এসি মিলান। এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে ‘সিরি আ’র লিগ টেবিলের তিনে অবস্থান করছে দলটি। পাশাপাশি টেবিলের দ্বিতীয় স্থানে থাকা য়্যুভেন্তাসের সাথে ব্যবধান কমালো দলটি।

রোববার (১৪ জানুয়ারি) রাতে সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। তবে শেষ হাসি হাসে স্টেফানো পিওলির শিষ্যরা।

ম্যাচের এগারো মিনিটে ইয়াসিনে আদলির গোলে এগিয়ে যায় মিলান। বাঁ পায়ের চমৎকার শটে রোমার জাল কাপান তিনি। দু’দলেরই বেশ কিছু সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা অলিভিয়ার জিরুড। প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে হেডে বল জালে জড়ান তিনি। তবে ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান প্যারেদেস। এই গোলে রোমা শিবিরে উচ্ছ্বাস ফিরলেও ৮৪ মিনিটে হার্নান্দেজ গোল করে তাতে জল ঢেলে দেয়।

লিগে ২০ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে য়্যুভেন্তাস।

/এনকে

Exit mobile version