Site icon Jamuna Television

আদালত অবমাননা: বিএনপিপন্থী ৭ আইনজীবীর শুনানি পেছালো

‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ ইস্যুতে দুই বিচারপতির পদত্যাগের আল্টিমেটাম দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীসহ বিএনপিপন্থী ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে করা আদালত অবমাননা মামলার শুনানি পিছিয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিএনপির ৭ আইনজীবী আপিল বিভাগে হাজির হলে প্রধান বিচারপতি জানান, পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি পেছাতে হবে। শুনানির পরবর্তী তারিখ ২৯ জানুয়ারি নির্ধারণ করেন তিনি।

এর আগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন এবং মিছিল-সমাবেশ করায় বিএনপিপন্থী সাত আইনজীবীকে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলেন আপিল বিভাগ। গত বছরের ১৫ নভেম্বর, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

একইসাথে, আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশের বিষয়েও রায় মেনে চলার নির্দেশ দেন আপিল বিভাগ।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, আমরা আদালতের নির্দেশনা মেনে সকাল ৯টায় উপস্থিত হয়েছি। শুনানীর পরবর্তী তারিখ ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

এএস/

Exit mobile version