Site icon Jamuna Television

রাজধানীসহ বেশ কয়েক জায়গায় সূর্যের দেখা মিলেছে

টানা নিম্নমুখি তাপমাত্রার ভেতরই ঢাকাসহ দেশ কিছু জায়গায় দেখা মিলেছে সূর্যের। ফলে তাপমাত্রা কিছুটা বাড়তি মনে হচ্ছে। তবে এখনই শীত কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার কিছু সময় পর উঁকি দেয় সূর্য। এছাড়া দেশের মধ্যাঞ্চলের কয়েকটি জায়গায় সূর্যের আলো দেখা গেছে। কয়েক দিন পর সূর্যের আলো দেখা গেছে উত্তর–পূর্বের সিলেট অঞ্চলেও। তবে এখনও কুয়াশা রয়েছে।

কিন্তু এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার উপক্রম নেই ছিন্নমূল মানুষের। কারণ আবারও শৈতপ্রবাহের আভাস আবহাওয়া অফিসের। তাদের পূর্বাভাস, জানুয়ারির ২০ তারিখের পর আবারও শৈত্যপ্রবাহ হতে পারে। তখন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এ ওঠানামা করতে পারে। ১৮ থেকে ২০ জানুয়ারির মধ্যে দেশের বেশকিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এটিএম/

Exit mobile version