Site icon Jamuna Television

ভোলায় ৫৫ কেজি ওজনের বিরল প্রজাতির কাছিম উদ্ধার

ভোলা করেসপনডেন্ট:

ভোলায় বিশাল আকারের একটি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। কাছিমটির ওজন প্রায় ৫৫ কেজি। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

মনপুরা উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান জানান, ওই ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদীর তীরবর্তী চরে আটক যায় কাছিমটি। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে তারা কাছিমটিকে উদ্ধার করেন। কাছিমটি পুরোপুরি সুস্থ্ ছিল বলেও জানান তিনি।

তিনি জানান, উদ্ধারের পর কাছিমটিকে মনপুরা উপজেলার চর জামশেদের জংলার খাল এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

পৃথিবীতে এ কাছিমের অস্তিত্ব সংকটাপন্ন। এটি সামুদ্রিক কাছিম। নিরাপদ আশ্রমে প্রজননের জন্য এসে এটি আটকা পরেছে বলে ধারণা বন কর্মকর্তাদের।

/এনকে

Exit mobile version