Site icon Jamuna Television

আসছে ‘কিং অব পপ’ এর বায়োপিক

মাইকেল জ্যাকসন। ছবি: গেটি ইমেজ।

‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। সিনেমাটির নাম হবে ‘মাইকেল’। চলতি মাসের ২২ জানুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন রোলিং স্টোন এ তথ্য জানায়।

রোলিং স্টোনের প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার ফিল্ম ‘দ্য ইকুয়ালাইজার’ ট্রিলজির পরিচালক অ্যান্টনি ফুকো সিনেমাটি নির্মাণ করবেন। প্রযোজনায় রয়েছেন গ্রাহাম কিং। বায়োপিকে ‘মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাগ্নে জাফার জ্যাকসন।

‘গ্ল্যাডিয়েটর’ ও ‘দ্য অ্যাভিয়েটর’ খ্যাত জন লোগান ইতোমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু করেছেন। মূলত মাইকেলের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে এই সিনেমায়। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক।

\এআই/

Exit mobile version