পাবনা প্রতিনিধি:
চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সোমবারের (১৫ জানুয়ারী) সফর স্থগিত করা হয়েছে। পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর স্থগিত করা হয়। জেলা প্রশাসক জানান, আবহাওয়া ভাল থাকলে মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন। তবে কখন আসবেন, সেটা জানানো হয়নি।
উল্লেখ্য, সোমবার (১৫ জানুয়ারি) ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করার কথা ছিল রাষ্ট্রপতির। এরপর মঙ্গল ও বুধবার স্থানীয় কর্মসূচিতে যোগ দিয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়ার কথা ছিল রাষ্ট্রপতির।
/এএম

