Site icon Jamuna Television

ইসরায়েলি গোয়েন্দা দফতরে হামলার দাবি ইরানের

ইরাক ও সিরিয়ায় বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) রাতভর দুই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, সিরিয়া ও ইরাকের বিভিন্ন স্থান থেকে তেহরান বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেগুলো ধ্বংস করতেই এই হামলা চালানো হয়। এরমধ্যে ইরাকের ইরবিলের কাছে একটি ভবন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দফতর হিসেবে ব্যবহৃত হতো বলে দাবি তেহরানের। নিহতদের মধ্যে বেশিরভাগই কুর্দি। ওই এলাকার খুব কাছেই রয়েছে মার্কিন কনস্যুলেট।

তবে হামলায় মার্কিন কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন। তেহরান জানায় চলতি মাসের শুরুতে কেরমানে বোমা হামলা এবং গেল ডিসেম্বরে পুলিশ স্টেশনে হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হচ্ছে।

/এনকে

Exit mobile version