Site icon Jamuna Television

জামিনে মুক্তি ইরানের দুই সাংবাদিক, হিজাব না পরায় একদিন পরই নতুন মামলা

তেহরানের এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইরানি সাংবাদিক নিলুফার হামেদি (ডানে) এবং এলাহেহ মোহাম্মদী। ছবি: আল জাজিরা।

ইরানের কারাগার থেকে জামিন পেলো দুই নারী সাংবাদিক। তবে হিজাব না পরে জনসম্মুখে আসায়, মুক্তির পরই তাদের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচারিক বিভাগ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে, সঠিকভাবে হিজাব না পরায় নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যু হয় কুর্দি তরুণী মাহশা আমিনির। সে ইস্যুতে সংবাদ প্রকাশ করায় গ্রেফতার হন নিলুফার হামেদি এবং এলাহেহ মোহাম্মদি।

অভিযোগ ছিলো, মার্কিন সরকারের সঙ্গে যোগসাজশের। তাদের ৭ বছরের কারাদণ্ড শোনানো হয়। রায়ের বিরুদ্ধে চলমান আছে আপিল শুনানি।

এরমাঝেই রোববার জামিনে মুক্তি পেলেন দুই সাংবাদিক। তবে কারাগার থেকে হিজাব ছাড়া বের হন তারা। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জেরে করা হয় নতুন মামলা।

\এআই/

Exit mobile version