Site icon Jamuna Television

আরও ১৫ মাসের কারাদণ্ড পেলেন শান্তিতে নোবেলজয়ী নার্গিস

ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ছবি: বিবিসি।

আরও ১৫ মাসের কারাদণ্ড পেলেন শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তার বিরুদ্ধে কারাগারে থাকাকালীন দেশবিরোধী নানা অপপ্রচার চালিনোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত নার্গিস এরই মধ্যে কারাভোগ করেছেন ১২ বছর। বর্তমানে তেহরানের আলোচিত এভিন কারাগারে রাখা হয়েছে তাকে।

তবে নতুন সাজায় বলা হয়েছে, কারাভোগের পাশাপাশি দুই বছরের জন্য তেহরানের বাইরে রাখা হবে নার্গিসকে। সাজাভোগের পরও দুই বছর দেশের বাইরে যেতে পারবেন না তিনি। সম্পৃক্ত হতে পারবেন না কোনো রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর সঙ্গে। এমনকি ওই সময় ব্যবহার করতে পারবেন না মুঠোফোনও।

২০২১ সালের মার্চের পর থেকে এ নিয়ে পাঁচবার দণ্ডাদেশ দেয়া হলো নার্গিস মোহাম্মদির বিরুদ্ধে। এ পর্যন্ত মোট ১৩ বার আটক হয়েছেন তিনি। কয়েক দশক ধরে মানবাধিকার রক্ষায় কাজ করছেন নার্গিস মোহাম্মদি। যে কারণেই বারবার হতে হয়েছে সরকারের চক্ষুশূল।

\এআই/

Exit mobile version