Site icon Jamuna Television

স্বাধীনতার দাবিতে স্কটল্যান্ডে বিক্ষোভ

স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেছে স্কটল্যান্ডের নাগরিকরা। শনিবার রাজধানী এডিনবার্গে বিক্ষোভে অংশ নেয় প্রায় এক লাখ বাসিন্দা।

২০১৪ সালে এক গণভোটে যুক্তরাজ্যে থাকার পক্ষে ভোট দেয় দেশটির সংখ্যাগরিষ্ঠ নাগরিক। তবে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার ঘোষণায় সমর্থন নেই দেশটির। যদিও স্কটল্যান্ডকে সাথে নিয়েই ব্রেক্সিট কার্যকরের সিদ্ধান্ত ব্রিটেনের প্রশাসনের। গেলো বছর স্বাধীনতা বিষয়ে দ্বিতীয় দফা গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো স্কটিশ প্রশাসন। তবে ব্রেক্সিট ইস্যু নিয়ে ঝামেলার কারণে পিছিয়ে দেয়া হয় তা। গেলো সেপ্টেম্বরে এক জনমত জরিপে দেখা যায় ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্তে স্বাধীনতার পক্ষে জনসমর্থন বেড়েছে স্কটল্যান্ডে।

Exit mobile version