Site icon Jamuna Television

এবার শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে: ইসলামী আন্দোলন

মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষামন্ত্রী বানানো ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তার কারণে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, জাতির মেরুদন্ড শিক্ষার দায়িত্ব কে নিবে, কোন কোটায় তাকে সংসদ সদস্য বানানো হবে সেই সিদ্ধান্ত আমাদের দেশের রাজনৈতিক দল নিতে পারে না। আমরা স্বাধীনতার নামে পরাধীন অবস্থায় আছি।

আলোচনা অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, সহ-সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version