Site icon Jamuna Television

শ্বাসরোধ করে শিশুকে হত্যা, প্রতিবেশী গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের বাসন থানার চান্দনা এলাকার মারিয়া আক্তার নামে এক সাতবছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান। গ্রেফতারকৃত জুয়েল (৩৯) মারিয়াদের পাশের বাসার ভাড়াটিয়া ছিল। সে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

নিহত শিশু মারিয়া আক্তার (৭) শেরপুর জেলার সদর থানার নলবাইদ গ্রামের মো.মনজুরুল ইসলামের মেয়ে। সে পরিবারের সাথে চান্দনা এলাকায় বসবাস করত। এছাড়া স্থানীয় একটি স্কুলে নার্সারী শ্রেণীতে অধ্যয়নরত ছিল।

উপকমিশনার বলেন, গত রোববার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে মারিয়া বাড়ির উঠানে যায়। পরে সন্ধ্যা হওয়ার পরেও সে বাসায় ফিরে না আসায় তার মা-বাবা আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরের দিন সোমবার রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকার এক ঝোপঝাড়ের ভেতর অজ্ঞাত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে মারিয়ার মা-বাবা মরদেহ তাদের মেয়ের বলে শনাক্ত করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জুয়েলকে সোমবার রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

/আরএইচ

Exit mobile version