Site icon Jamuna Television

তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নাউরু

ছবি: সংগৃহীত

তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে নাউরু। সোমবার (১৫ জানুয়ারি) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি এ ঘোষণা দেয়। খবর ডয়েচ ভেলের।

এতে বলা হয়, নাউরু তাইওয়ানকে ‘আলাদা কোনো দেশ’ হিসেবে স্বীকৃতি দেবে না। অঞ্চলটিকে চীনের অংশ হিসেবেই দেখা হবে। এছাড়া, তাইওয়ানের সাথে কোনো আনুষ্ঠানিক সম্পর্কে জড়াবে না বলেও জানানো হয়।

নাউরুর এ ঘোষণার পর পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয় তাইওয়ান। জাতীয় মর্যাদা রক্ষায় নাউরুর সাথে কূটনৈতিক সম্পর্কের ইতি টানা হচ্ছে বলে জানায় দেশটি।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী উইলিয়াম লাই চিং তে। তিনি মার্কিনপন্থী ও চীন বিরোধী বলে পরিচিত। এরপর থেকেই উত্তেজনা চলছে চীন-তাইওয়ানের মধ্যে। তাইওয়ানের স্বাধীনতা একটি অবাস্তব ধারণা বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

/আরএইচ

Exit mobile version