Site icon Jamuna Television

ভারতে ঘন কুয়াশা: তৃতীয় দিনের মতো বিপর্যস্ত বিমান চলাচল

ছবি: পিটিআই

ঘন কুয়াশায় ভারতজুড়ে টানা তৃতীয় দিনের মতো বিপর্যস্ত বিমান চলাচল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশটিতে ১৫০টিরও বেশি ফ্লাইট চলাচল বাতিল অথবা দেরিতে ছেড়েছে। খবর ইন্ডিয়া টুডের।

কর্তৃপক্ষ জানায়, রাজধানী নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরেই ব্যাহত হয়েছে ১২৮টি ফ্লাইট। এর মধ্যে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। বাকিগুলো ছেড়েছে নির্দিষ্ট সময়ের পর। এছাড়া, ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ভারতের ট্রেন চলাচলও। বেশিরভাগ ট্রেনই শিডিউল অনুযায়ী ছাড়েনি। ফলে এই তীব্র শীতে রেলস্টেশনে সময় কাটাতে হচ্ছে যাত্রীদের।

উল্লেখ্য, কয়েকদিন ধরে ব্যাপক শীতে বিপর্যস্ত ভারত। গত সোমবার (১৫ জানুয়ারি) তাপমাত্রা ছিলো ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। খারাপ আবহাওয়ার জন্য ওইদিন অত্যাধিক দেরিতে ফ্লাইট চলাচলের কারণে বিমান সংস্থাগুলোকে ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন কর্মপদ্ধতির নির্দেশ (এসওপি) জারি করা হয়।

/এএম

Exit mobile version