Site icon Jamuna Television

রাজশাহী কাটাখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজশাহী কাটাখালীতে বন্দুকযুদ্ধে একব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত আলমগীর হোসেন আলো মাদক ব্যবসায়ী।

গভীর রাতে চরখিদিরপুর মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে যায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। জবাবে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। দু’পক্ষের চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আলো নামে এক মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও ফেনসিডিল জব্দের দাবি করেছে পুলিশ। নিহত আলোর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

Exit mobile version