Site icon Jamuna Television

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অস্ত্র ও গুলিসহ ধর্ষণচেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম, রাজন বিশ্বাস। সে একই উপজেলার একতারপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু আজিফ জানান, সম্প্রতি একতারপুর গ্রামের এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজন বিশ্বাসকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে আটক করতে অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার দুপুরে একতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কোমরে থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার নামে নাশকতা, মাদকসহ আরও ৪টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

/আরএইচ

Exit mobile version