Site icon Jamuna Television

বিপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার কম থাকার কারণ জানালেন কাটিং

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে বর্তমানে ঢাকায় আছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং। ইতোমধ্যে সিলেট স্ট্রাইকার্সের সাথে অনুশীলনও করেছেন। বিপিএলে কম অস্ট্রেলিয়ান ক্রিকেটার আসার কারণ হিসেবে বিগ ব্যাশের সাথে একই সময়ের সূচিকে দুষছেন কাটিং।

গত ৭ ডিসেম্বর শুরু হওয়া বিগ ব্যাশের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। এদিকে বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। একই দিন আরব আমিরাতে শুরু হচ্ছে আইএল টি-টোয়েন্টি। এ ছাড়া গত ১০ জানুয়ারি শুরু হয়েছে এসএ টি-টোয়েন্টি। ১৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পিএসএল।

এতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ যখন প্রায় একই সময়ে চলবে তখনই বাংলাদেশে হচ্ছে বিপিএল। আর এসব লিগগুলোতে চুক্তি অনুযায়ী আসা-যাওয়ার মাঝেই ব্যস্ত থাকছেন ক্রিকেটাররা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বাংলাদেশে এবার বিপিএল খেলতে এসেছেন বেন কাটিং। বিপিএলের পুরো আসরে তিনিই একমাত্র অস্ট্রেলিয়ান।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেন কাটিং বলেন, অস্ট্রেলিয়ানরা বিপিএলে কম আসার কারণ তো খুব স্বাভাবিক। একই সময়ে বিগ ব্যাশ চলে অস্ট্রেলিয়াতে। আমি বাদে খুব কম অস্ট্রেলিয়ান ক্রিকেটারই অন্য লিগ খেলতে পারে। সম্ভবত ২-১ জন ফ্রিল্যান্স ক্রিকেটারই শুধু খেলতে পারে। অন্যজন ক্রিস লিন, সে বিগ ব্যাশ খেলছে। এটাই একমাত্র কারণ। তবে আমি নিশ্চিত ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করতো। বিগ ব্যাশের সাথে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারতো।

গত বিপিএলেও সিলেটের হয়ে মাঠ মাতিয়েছেন কাটিং। এবারও অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। কাটিংয়ের চোখে এবারের সিলেটের দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয়ে ভালো কিছুর প্রত্যাশায় অজি অলরাউন্ডার।

কাটিং বলেন, আমি মনে করি, আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে আজকে প্রথমবার দেখা হলো। তাদের কয়েকজনের বিপক্ষে গত কয়েক বছরে খেলেছি। এখন একই দলে খেলার অভিজ্ঞতা ভালো হবে। আমার মতে, খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হয়েছে আমাদের। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয় রয়েছে। এসব টুর্নামেন্টে এমনটাই চাওয়া থাকে।

এবারের বিপিএলে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে সিলেট। দলটিতে কাটিংয়ের পাশাপাশি অন্যান্য বিদেশি ক্রিকেটার হলেন বেনি হাওয়েল, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, রিচার্ড এনগারাভা, দুশান হেমান্থা, জর্জ স্ক্রিমশ’র মতো ক্রিকেটাররা। ১৯ জানুয়ারি চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নাজমুল হোসেন শান্ত-মিঠুন আলীরা।

/আরআইএম

Exit mobile version