Site icon Jamuna Television

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেফতার

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করা হয় তাকে। একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

র‍্যাব জানায়, বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

মামলা দায়েরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন গ্রেফতারকৃত আসামি। সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

/এএম

Exit mobile version