Site icon Jamuna Television

‘জাতীয় নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দিতে জাতীয় পার্টি প্রস্তুত’

জাতীয় নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দিতে জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

দুপুরে বনানীতে জাপা’র রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে তিনি একথা জানান। এসময় নির্বাচনকালীন রূপরেখা প্রধানমন্ত্রীর এখতিয়ার উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, জোট গঠনের বিষয়টাকে ছোট করে দেখা যায় না। আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানান তিনি।

Exit mobile version