Site icon Jamuna Television

দেশে ভূমিকম্প প্রস্তুতির ঘাটতি রয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

বাংলাদেশে ভূমিকম্প নিয়ে প্রস্তুতির ঘাটতি রয়েছে। ভবিষ্যতে ভূমিকম্পে প্রাথমিক উদ্ধারকাজ কীভাবে করা যায় সেটা খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে কাজ করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল ভবন যেন ভূমিকম্প সহনীয় মাত্রায় তৈরি করা হয় সেজন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।

তিনি বলেন, ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা মাথায় রেখে নকশা তৈরি করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা। দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

এটিএম/

Exit mobile version