Site icon Jamuna Television

ফ্ল্যাট প্রতারণার মামলায় নুসরাতকে আদালতে হাজিরের নির্দেশ

ফ্ল্যাট প্রতারণার মামলায় টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের আলিপুর জজ কোর্ট। এর আগে একাধিকবার মামলার শুনানিতে হাজিরের নির্দেশ থাকলেও সেখানে নুসরাত তার আইনজীবীকে পাঠিয়েছেন বলে জানা গেছে।

তবে মঙ্গলবার (১৬ জানুয়ারি) আদালত সাফ জানিয়ে দিয়েছেন, আদালতকক্ষে সশরীরে হাজিরা দিতে হবে বসিরহাটের তৃণমূল এই এমপিকে।

প্রসঙ্গত, ২০১৪-‘২৫ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ একটি সংস্থার পরিচালক ছিলেন চিত্রনায়িকা নুসরাত। সে সময় ফ্ল্যাট দেয়ার নাম করে ব্যাংক কর্মীদের কাছ টাকা নেয় সংস্থাটি।

সে সময় চারশ’রও বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লাখ করে টাকা নেন নুসরাত। পরিবর্তে তাদের ১ হাজার বর্গফুটের ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু সেই ফ্ল্যাট পাননি তারা। এরপর গ্রাহক ও ব্যাংক কর্মীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ইডি।

/এমএইচ

Exit mobile version