Site icon Jamuna Television

ব্যবসা এখন লোভে পরিণত, লাভের সীমা আছে: খাদ্যমন্ত্রী

ব্যবসা এখন লোভে পরিণত হয়েছে। ব্যবসায় লাভের সীমা আছে। যেভাবে লাফিয়ে চালের দাম বেড়েছে, তেমন করে কমাতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে চাল ব্যবসায়ী, আড়তদার মিল মালিকদের সঙ্গে খাদ্য ভবনে বৈঠক করেন তিনি। এ সময় চালের দাম লাফিয়ে বাড়ার কারণ জানতে চান তিনি। ভরা মৌসুমে কেনো চালের দাম বাড়ছে তার যৌক্তিক জবাব চাওয়া হয়।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই সময়ে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। অপরদিকে, ব্যবসায়ীরা দাম বৃদ্ধির জন্য বৈঠকে একে অন্যের প্রতি দায় চাপায়।

প্রসঙ্গত, গত কয়েকদিনে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে। কেজিতে বেড়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত।

/এমএন

Exit mobile version