Site icon Jamuna Television

কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরিগেট এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। সরকার কোটা প্রথা বন্ধ করতে যে প্রজ্ঞাপন জারি করেছে, তা প্রত্যাহার করে কোটা পদ্ধতি বহালের দাবি জানায় আন্দোলনকারীরা।

সড়ক অবরোধের ফলে সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় তৈরি হয়েছে যানজট। রাস্তায় আটকা পড়ে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। আন্দোলনকারীরা এখনও রাস্তা ছেড়ে না যাওয়ায় যানবাহনের সারি বাড়ছে।

Exit mobile version