Site icon Jamuna Television

নাটোরে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোরে তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিল। দণ্ডপ্রাপ্তরা হল, ময়মনসিংহের গোয়ালডাঙ্গা এলাকার নূরুল ইসলামের ছেলে ইকবাল বাহার, ভালুকা মেজরভিটার খোকা মিয়ার ছেলে মোস্তফা ও বামপুর এলাকার আবুল হোসেনের ছেলে মাইক্রোবাসের চালক ওয়াসিম।

জজ কোর্টের পিপি ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৩ জুলাই নাটোর রেলগেট এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১শ’৯০ বোতল ফেনসিডিল ও ১০ প্যাকেট আফিম জব্দ করে। এ সময় মাইক্রোবাসের চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে নাটোর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা চলাকালীন আসামিরা জামিন নিয়ে পালিয়ে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম তদন্ত শেষে চার্জশীট প্রদান করা হলে স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী এই রায় প্রদান করেন ।

Exit mobile version