Site icon Jamuna Television

ভোটে অগ্নিসন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অগ্নিসন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মানিকদী আদর্শ স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা ভোটের দিন হরতাল দেয়, তারা গণতন্ত্র ও উন্নয়নবিরোধী। বিগত বছরগুলোতে তারা গণতন্ত্রের পক্ষে একটি কাজও করেনি। সেই গোষ্ঠীটিকে বর্জনের জন্যও আহ্বান জানান তিনি।

মোহাম্মদ এ আরাফাত দাবি করেন, বিরোধী দল ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন প্রকল্প হাতে না নেয়ায় এখনও প্রতিটি সংসদীয় আসনে সমস্যা রয়ে গেছে। কিছু সংস্থা নির্বাচনকে পাতানো বলে এই দেশকে কটাক্ষ করছে। সেসব সংস্থার বক্তব্যের প্রতিবাদ জানানোর ওপর জোর দেন তথ্য প্রতিমন্ত্রী।

/এমএন

Exit mobile version