Site icon Jamuna Television

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, ৮ ডিগ্রি সেলসিয়াস

ছবি: সংগৃহীত

শীতের তীব্রতা বেড়েই চলেছে দিনাজপুরে। ঘন কুয়াশার সাথে কোথাও কোথাও বইছে হিম বাতাস। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে। যা ছিল, ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, উত্তরাঞ্চলসহ বেশিরভাগ জেলায় দেখা মিলছে না সূর্যের। নেই উত্তাপ; দিনের বেলাতেও থাকছে কুয়াশা।

মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের কয়েকটি জেলার উপর দিয়ে। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ডিগ্রি সেলসিয়াস।

সপ্তাহ জুড়ে রোদের দেখা না মেলায় দিন এবং রাতে সমানভাবে অনুভূত হয় শীত। শীতে দূর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে।

/এমএইচ

Exit mobile version