Site icon Jamuna Television

সিরাজগঞ্জের ক্রসবার বাঁধে ধস

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ক্রসবার ৩নং বাঁধে তিনটি অংশে ধস দেখা দিয়েছে। শনিবার সকাল ১০টা থেকে আকস্মিক এই ধস দেখা দেয়। এখন পর্যন্ত প্রায় ৫০মিটার মিটার বাঁধ ধসে পড়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয়রা জানান কয়েকদিন যাবত যমুনার পানি ব্যাপকহারে হৃাস পাচ্ছে। পানি কমার সাথে সাথে আকস্মিক ধস দেখা দিয়েছে। বাঁধের পাশ থেকে বালি উত্তোলন করায় এই ধস দেখা দিয়েছে। দ্রুত ধস রোধ করা সম্ভব না হলে আরো ব্যাপক ক্ষতির মুখে পড়বে এই বাঁধ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পানি কমতে থাকায় এবং বাঁধের পাশ থেকে বালি উত্তোলন করায় বাধে এই ধস দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকদিন বালি উত্তোলন বন্ধসহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। ধস রোধে বালির বস্তা ডাম্পিং করা হচ্ছে।

Exit mobile version