Site icon Jamuna Television

পুনরায় নির্বাচনের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি বাম গণতান্ত্রিক জোটের

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয়, অগ্রহণযোগ্য ও জনসমর্থনহীন প্রহসনের সংসদ ভেঙে দেয়ার দাবিও জানান জোটের নেতারা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। লুটপাট-দুর্নীতি বন্ধ, খেলাপি ঋণ উদ্ধার ও পাচারকৃত টাকা ফেরত আনাসহ ৭ দফা দাবি তুলে ধরেন তিনি। দাবি আদায়ে আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দেয়া হয়। ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেয় বাম গণতান্ত্রিক জোট।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারেরর অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে। এই দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

/এনকে

Exit mobile version