Site icon Jamuna Television

সাবেক প্রেমিক পরমব্রতের সঙ্গে স্বস্তিকার রাতের পার্টি, বললেন বাসায় আসিস

কলকাতার জনপ্রিয় তারকা স্বস্তিকা। সম্প্রতি এক পার্টির ভিডিও ভাইরাল হয় সামাজিল যোগাযোগমাধ্যমে। সেখানে স্বস্তিকাকে দেখা যায় তার দুই সাবেক প্রেমিকের সাথে। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ পানি ঘোলা চলে কিছুদিন। তবে এবার এ নিয়ে মুখ খুললেন এই তারকা নিজেই।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পার্টিতে পরমব্রত চট্টোপাধ্যায় আর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকা। কেউ কেউ প্রশংসা করেছেন আবার কেউ কুঁচকেছেন ভ্রু। তবে এবার পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে এই তারকা বলেন, ব্রেকাপের পর কারও সঙ্গেই তার মুখ দেখা দেখি বন্ধ হয়নি।

স্বস্তিকা জানান, তিনি যেই পেশায় আছেন সেখানে তা সম্ভবও নয়। কারণ এভাবে তিক্ততা বাড়তে থাকলে একটা সময় কাজ করাই বন্ধ করে দিতে হবে।

সাক্ষাৎকারে স্বস্তিকা আরও বলেন, নিউ ইয়ার পার্টির দিন বাড়ি ফেরার সময় পরমব্রতকে জড়িয়ে ধরে বলেছিলাম, ভালো থাকিস। ও বলল, বাড়িতে আসিস। জবাবে তাই বলেছিলাম, ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব। পিয়ার স্বামী কে সেটা আমার জন্য কোনো ব্যাপারই নয়। কাওকে জড়িয়ে ধরে ‘ভালো থাকিস’ বলতে দ্বিধা হবে, এমন মানুষও আমি না।

এটিএম/

Exit mobile version