Site icon Jamuna Television

৩০ বছরের সুরুজের নামে ৩১ মামলা

সুরুজ মিয়ার বয়স ৩০। কিন্তু এ বয়সেই মাদক সাম্রাজ্যের একটি অংশে বেশ নামডাক তার। এরইমধ্যে ৩১ মামলার আসামিও সে। পুলিশের হাতে ধরাও পড়েছে অর্ধশতাধিকবার। কিন্তু ধূর্ত সুরুজকে আটকে রাখা যায়নি। আইনের ফাঁক দিয়ে বার বার জামিন পেয়ে বের হয়ে গেছে সে।

বুধবার (১৭ জানুয়ারি) তেজগাঁও থানার কারওয়ানবাজার থেকে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এছাড়াও, আলাদা অভিযানে নারীসহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে রয়েছে লিটন মিয়া (৩৮), সাগর (২১), মো. আজাহার (৩৭), মো. শান্ত হোসেন (২৬) ও মরিয়ম (২৮)।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, সুরুজ মিয়া এ এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা। সে মূলত গাঁজা বিক্রি করে। এর আগেও গ্রেফতার হয়েছে অর্ধশতাধিকবার। একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে আবারও গ্রেফতার করা হয়।

এছাড়া, পুলিশের হাতে ধরা পড়া অপর ৫ জনও চিহ্নিত মাদক বিক্রেতা। এদের মধ্যে লিটন মিয়ার নামে ১০টি, মরিয়মের ১০টি, সাগরের ৮টি, মো. আজাহারের ৪টি ও মো. শান্ত হোসেনের নামে ১টি মামলা রয়েছে। তারা তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করত।

/আরএইচ

Exit mobile version