Site icon Jamuna Television

জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই নীরবে নিজ বাড়িতে ফিরলেন শিক্ষামন্ত্রী

জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দর বা রেল স্টেশনে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা এড়িয়ে অনেকটা নীরবে নিজ বাড়ি চট্রগ্রামে পৌঁছালেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কনিষ্ঠ শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহিস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামে গিয়ে পোঁছান শিক্ষামন্ত্রী।

এর আগে, বিকালে সচিবালয়ে অফিস শেষে বিকাল ৫টায় সড়ক পথে চট্টগ্রামে নিজ বাড়িতে রওয়ানা দেন শিক্ষামন্ত্রী। পূর্ণ মন্ত্রী হওয়ার পর কখন নেতা চট্টগ্রাম ফিরবেন এবং নেতাকর্মীরা তাকে বরণ করে নিবেন এই অপেক্ষায় ছিলেন চট্রগ্রামের নেতাকর্মীরা।

এই বিষয়ে জানতে চাওয়া হলে নওফেল বলেন, এই মুহূর্তে আমি কোন ধরনের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাথে পর্যায় ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনবো এবং সমস্যা সমূহ সমাধানের চেষ্টা করবো। উক্ত বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এটিএম/

Exit mobile version