Site icon Jamuna Television

৬ গোলের থ্রিলার শেষে জয় অ্যাটলেটিকোর

মাদ্রিদ ডার্বিতে ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়ালকে ৪-২ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে আসরের শেষ আট নিশ্চিত করলো ডিয়াগো সিমিওনের দল।

অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোয় কোপা দেল রের ‘রাউন্ড অব সিক্সটিন’-এর ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৯ মিনিটে স্যামুয়েল লিনোর গোলে লিড পায় ডি পলরা। তবে প্রথমার্ধের শেষ দিকে ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে গ্যালাক্টিকোস।

বিরতির পর আলভারো মোরাতার গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। ৮২ মিনিটে হোসেলু গোল করলে সমতায় ফেরে রিয়াল। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যেখানে ম্যাচের ১০০ মিনিটে আঁতোয়ান গ্রিজমানের গোলে ব্যবধান ৩-২ করে ফেলে অ্যাটলেটিকো। ১১১ মিনিটে বেলিংহামের গোল অফসাইডে বাতিল হলে সমতায় ফেরা হয়নি রিয়ালের। উল্টো ১১৯ মিনিটে রদ্রিগো রিকেলমে গোল করলে ৪-২ ব্যবধানের বড় জয়ে শেষ আটে পা রাখে অ্যাটলেটিকো মাদ্রিদ।

/এএম

Exit mobile version