Site icon Jamuna Television

‘লিলিপুট’কে হারিয়ে কোয়ার্টারে বার্সা

কোপা দেল রের শেষ ষোলর অপর ম্যাচে তৃতীয় স্তরের ক্লাব ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলনা। এতে তারা কোয়ার্টাার ফাইনালে উঠলেও জাভির দলের পারফরম্যান্স আশানুরূপ হয়নি।  

রবার্ট লেভানদোভস্কি, পেদ্রি ও গুনদোয়ানকে বেঞ্চে রেখে একাদশ সাজান বার্সা কোচ জাভি। যার খেসারত গুনতে হয় ম্যাচে ৩১ মিনিটেই। ডান পায়ের দুর্দান্ত ভলিতে ইউনিয়নিস্তাকে লিড এনে দেন আলভারো গোমেস। তবে প্রথমার্ধের শেষ দিকে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

বিরতির পর জুল কুন্দ্রের দুরপাল্লার বুলেট গতির শটে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। মিনিট দুয়েকের মাথায় আলেহান্দ্রো বাল্দের অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করে ফেলে দলটি। ম্যাচের শেষ দিকে দারুণ দুটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শেষ আটে পা রাখে দলটি।

/এএম

Exit mobile version