Site icon Jamuna Television

ইসরায়েলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জিম্মিদের উদ্ধারে ব্যর্থতায় ইসরায়েলে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বৃহস্পতিবারও (১৮ জানুয়ারি) তেল আবিবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অনেকে। খবর দ্য গার্ডিয়ানের।

এসময় সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। সবচেয়ে কমবয়সী জিম্মি কেফির বিবাসের প্রথম জন্মদিনে পালন করা হয় এই প্রতিবাদ কর্মসূচি।

গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস গেরিলারা। যার মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে শতাধিক জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এখনও হামাসের কাছে আছে আরও ১৩০ জন ইসরায়েলি। তিনমাস পেরিয়ে যাওয়ার পরও জিম্মিদের উদ্ধারে ইসরায়েল সরকারের ব্যর্থতায় ব্যাপক ক্ষুব্ধ স্বজনরা।

/এএম

Exit mobile version