Site icon Jamuna Television

গুজরাটে নৌকাডুবি: ১৬ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

ভারতের গুজরাটে পিকনিকের নৌকা ডুবে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুজন শিক্ষক, বাকি ১৪ জন শিক্ষার্থী। শুক্রবার (১৯ জানুয়ারি) এ তথ্য দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশটির গণমাধ্যম জানায়, নৌকাটিতে মোট যাত্রী ছিল ৩৪ জন। ১০ জনেরও বেশি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বাকিদের উদ্ধারে সেখানে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। নৌকাডুবির ঘটনা ও চলমান উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী।

পুলিশ জানায়, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়েও বেশি যাত্রী ছিল। এছাড়া, নৌকাটিতে কোনো লাইফ জ্যাকেটও ছিলো না। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারা এলাকার হারনি লেকে পিকনিকের নৌকা উল্টে গেলে ঘটে এ দুর্ঘটনা। এর আগে, এমন আরেকটি দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ভারত। ১৯৯৩ সালের ১১ আগস্ট জন্মাষ্টমীতে সুরসাগরের একটি পুকুরে নৌকাডুবি ঘটে। সেই নৌকার ধারণক্ষমতা ছিল ২০ জনের, উঠেছিল ৩৮ জন।

/এএম

Exit mobile version