Site icon Jamuna Television

শরীয়তপুরের হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

শরীয়তপুরের ইজিবাইক চালক হাবিবুর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নারায়ণগঞ্জ ও বনানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে টিকাটুলিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।

র‍্যাব জানায়, আসামিদের সঙ্গে টাকা নিয়ে দীর্ঘ দিনের দ্বন্দ্ব ছিল ইজিবাইক চালক হাবিবুরের। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে। পরে উচিৎ শিক্ষা দিতে ভুক্তভোগীকে খুন করার পরিকল্পনা করেন আরিফ। আরও কয়েকজনকে সাথে নিয়ে হাবিবুরকে খুন করেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন আরিফ।

আসামিদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক ব্যবসাসহ ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বাকি আসামিদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

/এএম

Exit mobile version