Site icon Jamuna Television

তাপমাত্রা কিছুটা বাড়লেও দাপট কমেনি শীতের

দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বৃহস্পতিবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। হিম বাতাসে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে এখনও। শুক্রবার (১৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধরা পড়েছে পঞ্চগড়ে, যা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ছুটির দিনে বেলা গড়ার সাথে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই। আবার কোথাও কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। এসব এলাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়েই চলছে গাড়ি। বিশেষ করে উত্তরাঞ্চলে দেখা মিলছে এমন দৃশ্য।

এমন আবহাওয়ায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। আয়-রোজগার কমেছে খেটে খাওয়া মানুষের। বাড়ছে ঠান্ডাজনিত রোগও। কোথাও কোথাও সরকারি হাসপাতালে রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা।

এছাড়া, তীব্র শীতে নষ্ট হচ্ছে ফসলের আবাদ। কপালে দুশ্চিন্তার ভাজ কৃষকদের। তাদেরকে কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে, শৈত্যপ্রবাহ চলাকালীন যেন বীজ রোপন না করা হয়।

/এমএন

Exit mobile version