Site icon Jamuna Television

অনিয়ম সহ্য করা হবে না বলে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম, অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বলেছেন, স্বাস্থ্য খাতে অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হলে, সে বিষয় নজরে রাখা হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রোগীর স্বজনদের উদ্দেশে বলেছেন, তাদেরকেও সচেতন হতে হবে যেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করাই প্রধান লক্ষ্য। তাতে রাজধানী ও বিভাগীয় শহরে চাপ কমবে।

সারাদেশে অগ্নিকাণ্ডে পোড়া বেশিরভাগ রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় সরকারের বার্ন ইউনিট করার পরিকল্পনা আছে।

/এমএন

Exit mobile version