Site icon Jamuna Television

হুতিদের আক্রমণ বন্ধে হামলা অব্যাহত থাকবে: বাইডেন

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীণ জোটের হামলার পরও লোহিত সাগরে হুতিদের আক্রমণ বন্ধ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের এক জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, অভিযানের পরও হুতিদের থামানো যায়নি। তাই এই অভিযানকে এখনই সফল বলে আখ্যা দিতে নারাজ তিনি। একারণেই লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তারা অভিযান চালিয়ে দুটি হুতি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এসব ক্ষেপণাস্ত্র সাগরের দক্ষিণাঞ্চলে হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল।

এটিএম/

Exit mobile version