Site icon Jamuna Television

একসাথে পাকিস্তানের দুই কোচের পদত্যাগ

পাকিস্তান ক্রিকেট কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের পরিচালক মিকি আর্থার। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে ইতি টেনেছেন প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। এবার মিকি আর্থার ও অ্যান্ড্রু পাটিকও একই পথে হাঁটলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সমঝোতায় শেষ হয়েছে ব্র্যাডবার্ন, আর্থার ও পাটিকের চুক্তি। ২০২৩ সালের এপ্রিলে জাতীয় দলের পরিচালক হিসেবে নিয়োগ পান আর্থার। প্রধান কোচের দায়িত্ব নেন ব্র্যাডবার্ন এবং ব্যাটিং কোচের দায়িত্ব নেন পাটিক।

নতুন করে ইংলিশ কাউন্টি দল গ্ল্যামরগনের প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তি করেছেন ব্র্যাডবার্ন। আর্থার চালিয়ে যাবেন ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্ব। আর আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন পাটিক।

/এনকে

Exit mobile version