Site icon Jamuna Television

৬৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের ‘হুব্বা’

ছবি: ফেসবুক পেজ।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘হুব্বা’ দেশের ৬৪ সিনেমা প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা মিলবে মোশাররফ করিমকে।

মূলত ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলায় খুন হয়ে যাওয়া মাফিয়া ‘হুব্বা’ চরিত্র নিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি। সেই সাথে মাফিয়া ‘হুব্বা’র জীবনে ঘটে যাওয়া নানা কাহিনী আকৃষ্ট করবে দর্শকদের।

ছবির পরিচালক ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের একজন শিক্ষামন্ত্রী। একইসাথে অভিনেতা,পরিচালক ও নাট্যকার। দুই বাংলায় আজ একসঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।

উল্লেখ্য, ১৭ জানুয়ারি সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেয়েছে। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। সিনেমায় আরও আছেন সৌমিক হালদার, পৌলমী বসু ও শ্রাবণী দাস প্রমুখ।

\এআই/

Exit mobile version