Site icon Jamuna Television

‘৭ জানুয়ারির নির্বাচনের মতো ভুয়া ভোট বিশ্বের কেউ দেখেনি’

দেশে সবশেষ নির্বাচনের মতো কুৎসিত ও ভুয়া ভোট বিশ্বের কেউ দেখেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম কমাতে পারে না, ভালো নির্বাচনও দিতে পারে না। পারে শুধু কেউ প্রতিবাদ করলে পুলিশ দিয়ে লাঠির বাড়ি দিতে।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগের লোকেরা এখন এমনভাবে মিথ্যা বলে, যা অভিনয়কেও ছাড়িয়ে যায়।

তিনি দাবি করেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫ ভাগ, ১০ শতাংশও পড়েনি। পরে জোর করে ৪০ শতাংশ দেখানো হয়। টিআইবির রিপোর্টে যা স্পষ্ট।

বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা বিক্ষোভ সমাবেশ করে গণঅধিকার পরিষদ। তাতে দলটির সভাপতি নুরুল হক নুর বলেন, এই দেশে সরকার কোনো কিছুর নিয়ন্ত্রণ করে না। বিদেশি প্রভুরা নিয়ন্ত্রণ করে। সরকারের লোকজনের টাকা পাচারের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে বলেও অভিযোগ করেন তিনি।

/এমএন

Exit mobile version